আধ্যাত্মিকতা ভারতের প্রাণ : মোহন ভাগবত

author-image
Harmeet
New Update
আধ্যাত্মিকতা ভারতের প্রাণ : মোহন ভাগবত

নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রশংসা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন । সম্প্রতি নাগপুরের একটি অনুষ্ঠানে ভাষণ দেোয়ার সময় তিনি বলেন যে শুধুমাত্র ভারতই শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশগুলিকে সাহায্য করেছিল যখন তারা দুর্দশায় ছিল। 





আরএসএস প্রধানের কথায়, 'আধ্যাত্মিকতা ভারতের আত্মা। ভারতকে কী করতে হবে? আমাদের নিজেদের উদাহরণের মাধ্যমে এই আধ্যাত্মিকতার ভিত্তিতে কীভাবে জীবন যাপন করা যায় তা সবাইকে জানাতে হবে। অহং ছাড়া জীবনযাপনই ভারতের আত্মা। মালদ্বীপ যখন জলের সংকটের মুখে তখন কে জল পাঠিয়েছিল? এটা ভারতই করেছিল। এটাই আধ্যাত্মিক ভারত'।