নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের যে চারটি অঞ্চল মস্কো দখল করেছে সেগুলোকে রাশিয়ার নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। রুশ বাহিনীর দখল করে নেওয়া ডনেস্ক, লুহান্সক, খেরসন ও জাপোরিজ্জিয়া- এই চারটি অঞ্চলে তড়িঘড়ি করে গণভোট আয়োজনের পর মস্কো এই ঘোষণা দিতে যাচ্ছে।রাশিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে, পুতিনের এই ভাষণের জন্য মস্কোর রেড স্কয়ার ইতিমধ্যেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যেসব বিলবোর্ড লাগানো হয়েছে সেগুলোতে ইউক্রেনের এই চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ভূমি সংযোজন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার আগে রুশ পার্লামেন্টের উভয় কক্ষে প্রস্তাবটি পাস করাতে হবে।