বেহালা বুড়োশিবতলা জলকল্যান সংঘের প্যান্ডেলের নকশা কিরকম হয়েছে জানেন?

author-image
Harmeet
New Update
বেহালা বুড়োশিবতলা জলকল্যান সংঘের প্যান্ডেলের নকশা কিরকম হয়েছে জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র একদিনের অপেক্ষা আর তারপরই মর্ত্যে আগমন ঘটবে দেবী দুর্গার। কলকাতার পারি সব পুজো ক্লাবগুলোরই প্রস্তুতি শেষ। মানুষের ঢল এমনিতেই নেমে গিয়েছে রাস্তায়। দর্শকদের মন করছে চোখ ধাঁধানো সব প্যান্ডেল এবং প্রতিমা। তবে এই বছর কলকতার বিখ্যাত বেহালা বুড়োশিবতলা জলকল্যান সংঘের প্যান্ডেলের নকশা কিরকম হয়েছে জানেন? 




ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে এই বছর তাদের প্যান্ডেল ৪২০০ স্কোয়ার ফুট জায়গায় তৈরী। প্যান্ডেলটি তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে।