নিজস্ব সংবাদদাতা: এবার মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া নিয়ে মন্তব্য করলেন আরএসএস প্রধান এম ভাগবত।
তিনি বলেন, "বলা হয় ভুল খাবার খেলে ভুল পথে যাবেন। 'তমসিক' খাবার খাবেন না। পশ্চিমে, মানুষ মাংস এবং মাছ খায়। এখানকার আমিষভোজীরা 'শ্রাবন' সপ্তাহের কিছু দিন আমিষ খাবার খায় না। মাংস খাওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করুন, যাতে মন নিবদ্ধ থাকে"।