উত্তর কোরিয়ার সঙ্গে শক্তি শালী জোটের দাবি করলেন কমলা হ্যারিস

author-image
Harmeet
New Update
উত্তর কোরিয়ার সঙ্গে শক্তি শালী জোটের দাবি করলেন কমলা হ্যারিস


নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শক্তিশালী জোটের দাবি করলেন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। 

When It Comes to Nukes, Is It the North Koreans Who Are Irrational—Or Us?

তিনি বলেন, ""মার্কিন যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে উত্তর কোরিয়ার সঙ্গে। যা উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের সাথে একটি শক্তিশালী এবং স্থায়ী জোট"। 


উল্লেখ্য, বৃহস্পতিবার কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সক-ইওলের সঙ্গে সাক্ষাৎ করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর কোরিয়ার তরফে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।