বিদ্যাসাগরের মূর্তিতে বিজেপির মাল্যদান, গঙ্গাজল দিয়ে ধুয়ে দিল তৃণমূল

author-image
Harmeet
New Update
বিদ্যাসাগরের মূর্তিতে বিজেপির মাল্যদান, গঙ্গাজল দিয়ে ধুয়ে দিল তৃণমূল


নিজস্ব প্রতিনিধি, বীরসিংহ: আজ ১২ আশ্বিন বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম দিবসকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই মুহূর্তে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। আজ এই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন শাসকদলের একাধিক মন্ত্রী আমলা। পাশাপাশি মাল্যদান করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, বিজেপি এখানে কর্মসূচি রাখার জন্যই শাসকদলের পক্ষ থেকে অনুষ্ঠান এবার বড় করে করা হচ্ছে। ঘাটালের বিজেপি বিধায়ক সেখানে জায়গা পাননি বলে অভিযোগ তোলেন সুকান্তবাবু। পাশাপাশি সুকান্ত মজুমদারের পরেই তৃণমূলের মন্ত্রী মানস ভূঁইয়া সহ এই বীরসিংহ স্মৃতি মঞ্চে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিতে আসেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো অডিনেটর অজিত মাইতি সহ একাধিক আমলারা। মাল্য দানের পরেই অজিত বাবু ঘোষণা করেন, এই বীর সিংহের স্মৃতি মঞ্চ সন্ধ্যার পরেই গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হবে কারণ বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় অভিযুক্ত বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই গঙ্গাজল দিয়ে স্মৃতি মঞ্চ সহ বিদ্যাসাগরের মুর্তি ধোয়ার কাজ করে তৃণমুল কর্মীরা। তবে আজ বিদ্যাসাগরের জন্ম দিবসকে কেন্দ্র করে এই রাজনৈতিক তরজা রীতিমতো অপ্রীতিকর বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল, প্রসঙ্গত আজ সকাল থেকেই এখানে ছিল নানান কর্মসূচি ও সরকারি অনুষ্ঠান। দিনভর ব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন হয় বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে।