বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে বীরসিংহ গ্রামে সুকান্ত মজুমদার

author-image
Harmeet
New Update
বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে বীরসিংহ গ্রামে সুকান্ত মজুমদার


নিজস্ব প্রতিনিধি, বীরসিংহ: বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিনে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে শ্রদ্ধা জানাতে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগরের মুর্তিতে মাল্যদান করে বিদ্যাসাগর স্মৃতি মন্দির ঘুরে দেখেন তিনি। তারপর বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ১৯ জন তৃণমূল নেতা ও মন্ত্রীর আয় বহির্ভুত সম্পত্তি মামলায় আজ সুপ্রিম কোর্ট ইডিকে দায়িত্বভার থেকে সরিয়ে দেয় পাশাপাশি কোলকাতা হাইকোর্ট মনে করলে পরে ইডিকে যুক্ত করতে পারে। এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "চোর যদি চুরি করে সে কোথাও না কোথাও তথ্য প্রমাণ রেখে যায়। ধরা পড়বে আবার অসুবিধার কি আছে। বাংলার মানুষ তো দেখলো এরা দেশের সেবা করতে করতে কতো সম্পত্তি জমিয়েছে।আগামী দিনে যদি হাইকোর্ট মনে করে ইডিকে দায়িত্ব দেবে তদন্ত করার জন্য। তদন্ত হোকনা এতে ভয়ের কি আছে আমারও সম্পত্তি নিয়ে তদন্ত হোকনা"। পাশাপাশি হাইকোর্টে সরকারের দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা নেই বলে পর্যবেক্ষণে রাজ্য সরকারের রেশন বন্টনকে কটাক্ষ করেন তিনি।