নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ সকালে উঠে থলে নিয়ে সবজি বাজার যাওয়া বাঙালির চিরন্তন অভ্যাস। আর বাজারের রকমারি সবজির যোগান দিচ্ছেন কৃষকরা। এই দুইয়ের মেলবন্ধন মন্ডপ ও প্রতিমায় ফুটিয়ে তুলবে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব। এবার তাদের পুজোর থিম 'বাংলার কৃষি, বাঙালির বাজার'। গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি বোঝাই করে সবজি আসছে বাজারে, দোকানদাররা সবজির পসরা নিয়ে বসে আছেন, ক্রেতারা কিনছেন -এসবই ফুটিয়ে তোলা হবে মন্ডপে। মন্ডপের সামনের অংশটি গরুর গাড়ির আদলে তৈরি হয়েছে। প্রতিমা হবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। রবীন্দ্রনগরের পুজো এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোকে ঘিরে আয়োজকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দিনরাত চলছে মন্ডপ তৈরির কাজ। পুজো কমিটির সম্পাদক শুভজিৎ মন্ডল বলেন, "শহরের মধ্যে এই পুজোতে দর্শনার্থীদের বাড়তি কৌতূহল থাকে। সেজন্যই প্রতিবছর নতুন ভাবনা নিয়ে মন্ডপ তৈরি করতে হয়।" এবারেরও থিম সকলের ভালো লাগবে ও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী তিনি।