শান্তির বার্তা দিতে মেদিনীপুরের পুজো মন্ডপে পায়রা

author-image
Harmeet
New Update
শান্তির বার্তা দিতে মেদিনীপুরের পুজো মন্ডপে পায়রা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ অশান্তির বাতাবরণ, হিংসা হানাহানি দূর হয়ে শান্তি ফিরে আসুক। মানুষে মানুষে বিভেদ ভুলে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক। এমনই বার্তা দিয়ে পুজোর আয়োজন মেদিনীপুর শহরে। শান্তির প্রতীকের মাধ্যমে শান্তির বার্তা মেদিনীপুর শহরের অশোকনগর সর্বজনীন দূর্গাপুজো কমিটির। এবারের থিম 'সাদা পায়রা'। মন্ডপের ভিতরেও রয়েছে শান্তির বার্তা দিয়ে কারুকার্য। প্রতিমাতেও রয়েছে শান্তির প্রতিমূর্তি। এবছর পুজো ২৭ তম বর্ষে পদার্পণ করেছে। চতুর্থী তথা বৃহস্পতিবার উদ্বোধন হলো মন্ডপের। উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। নিত্যনতুন ভাবনায় প্রতিবছরই দর্শনার্থীদের মন জয় করে পুজো কমিটি। এবারও নতুন ভাবনা নিয়ে হাজির। আশাবাদী দর্শানার্থীদের ঢল নামবে মন্ডপে। পুজো কমিটির সম্পাদক সুব্রত রায় বলেন, "অশোক নগরের পুজো নিয়ে দর্শনার্থীদের উন্মাদনা থাকে। এবারও নতুনত্ব করার চেষ্টা করেছি। শান্তির বার্তা দিয়ে নতুন থিম দর্শনার্থীদের মন জয় করবে।"