নিজস্ব সংবাদদাতাঃ গ্রুপ সি, গ্রুপ ডি’র কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি সাময়িক প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং নিয়ে চরম সতর্ক স্কুল সার্ভিস কমিশন। আশঙ্কা থাকছে, ওয়েটিং লিস্টেও ঢুকে থাকতে পারেন কোনও অযোগ্য প্রার্থী। তাই ওএমআর শিট যাচাই করে তবেই কাউন্সেলিং হবে। বৃহস্পতিবার কাউন্সেলিং প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি সূত্রে খবর, ওএমআর শিট ‘ম্যানুপুলেটেড’ হয়, ডাক পাবেন শুধু তাঁরাই। কমিশন সূত্রে খবর, নিয়োগ নিয়ে তারা কোনওরকম গাফিলতি রাখতে চাইছে না। একজন অযোগ্য লোকও যাতে চাকরি না পান, তা মাথায় রেখেই কাউন্সেলিং করতে চাইছে কমিশন। সেক্ষেত্রে ওএমআর শিট যাচাই করার পরই কাউন্সেলিংয়ের পথে হাঁটতে চাইছে কমিশন।