নিজস্ব সংবাদদাতা : শহরের একটি হোটেলে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৩তম বার্ষিকীতে প্রচুর হই হুল্লোরের সঙ্গে একটি চিত্তাকর্ষক ড্রাগন নৃত্য প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, 'গত এক বছরে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ও জনগণের সম্পর্কের উন্নতি হয়েছে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে দুর্গাপুজোয় অভিনন্দন জানাই ইউনেস্কোর পুরস্কারের জন্য।'
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, সুখেন্দু শেখর রায়, জহর সরকার, মারিয়া ফার্নান্ডেস, তরুণ সাহা, ওড়িশার বিজেডি নেতা, প্রিয়দর্শি মিশ্র, সিপিএম নেতা, মহম্মদ সেলিম। তারা স্থানীয় চীনা শিল্পীদের কিছু চীনা সংস্কৃতির সাক্ষী থাকেন। শিল্পীরা এই অনুষ্ঠানে ড্রাগন ডান্স পরিবেশন করেন। চলুন শুনে নেওয়া যাক চীনা রাষ্ট্রদূতের কথা।