নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে যুদ্ধে যেতে রাজি নন। সেই কারণে চূড়ান্ত পদক্ষেপ করতে শুরু করেছেন রাশিয়ার একের পর এক যুবক। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়া থেকে কোনও যুবককে যাতে কিয়েভে যেতে না হয়, তার জন্য কেউ হাত ভাঙছেন, আবার কেউ পা। কোনও যুবকের পা ভেঙে দিতে দেখা যাচ্ছে তাঁর বন্ধুকে, আবার কেউ উঁচু থেকে লাফ দিয়ে নিজের পা ভাঙছেন। সবকিছু মিলিয়ে ইউক্রেনে যাতে যুদ্ধে যেতে না হয়, তার জন্য রুশ যুবকরা নিজেদের জীবন বিপন্ন করে হাত, পা ভাঙতে শরু করেছেন। সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন করে যুদ্ধ ঘোষণা করেন। পশ্চিমী বিশ্ব যাতে কোনওভাবে রাশিয়ার সার্বভৌমত্বের উপর প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন পুতিন।