গরু মোষ পাচারের অভিযোগে ঝাড়গ্রামে গ্রেফতার ১২ জন

author-image
Harmeet
New Update
গরু মোষ পাচারের অভিযোগে ঝাড়গ্রামে গ্রেফতার ১২ জন

নিজস্ব প্রতিনিধ, ঝাড়গ্রাম :যখন গরু পাচার নিয়ে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি, তখন ঝাড়গ্রামে দশটি পিকআপ ভ্যানে করে গরু ও মোষ পাচারের অভিযোগে বুধবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ ৬ নম্বর জাতীয় সড়কের এলাকা থেকে নয় জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে উদ্ধার করে ৬৯ টি গরু ও মোষ, এছাড়াও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ৬ নম্বর জাতীয় সড়কের বালি ভাষা এলাকা থেকে দুটি গাড়িকে আটক করে। ওই দুটি গাড়িতে থাকা ১২টি গরু উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে। ধৃত ১২ জনকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ।









বুধবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কে চেকিং করার সময় পুলিশ লোধাসুলিতে গরু ও মোষ বোঝাই দশটি পিকআপ ভ্যান আটক করে, এরপর গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে বলে কিন্তু ওই পিকআপ ভ্যানে থাকা গরু পাচারকারীরা পুলিশকে তার কোনো সদুত্তর দিতে পারেনি এবং কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশের অনুমান গরুগুলি পাচারের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। ওই ১২ জনের মধ্যে কয়েকজন ভিন্ন রাজ্যের বাসিন্দা আছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আজ তাদেরকে ঝাড়গ্রাম আদাল তোলা হয়। এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।