এবার ইরানের আগুন ছড়াল কাবুলে

author-image
Harmeet
New Update
এবার ইরানের আগুন ছড়াল কাবুলে

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ল আফগানিস্তানেও। নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর পর থেকে ইসলামি প্রজাতান্ত্রিক ইরানে হিজাব পরার বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। গত দুই সপ্তাহে চরম আকার নিয়েছে এই বিক্ষোভ। এবার সেই বিক্ষোভের আঁচ পেল তালিবানি শাসনাধীন আফগানিস্তানও। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর), ইরানে বিক্ষোভরত মহিলাদের সমর্থনে প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন আফগানি মহিলারা। আর সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাতে বাধ্য হল তালিবান বাহিনী। 


ইরানের বিক্ষোভে দারুণ জনপ্রিয় হয়েছে একটি স্লোগান – “নারী, জীবন, স্বাধীনতা”। সেই একই মন্ত্র এদিন শোনা গেল আফগান মহিলাদের কন্ঠে। কাবুলের ইরানী দূতাবাসের সামনে এদিন অন্তত ২৫ জন মহিলা, এই স্লোগান দিতে দিতে ইরানের প্রতিবাদীদের প্রতি সংহতি প্রকাশ করলেন। তাঁদের হাতের পোস্টার-ব্যানারে লেখা ছিল, “ইরান জেগে উঠেছে, এবার আমাদের পালা।” কোনওটিতে লেখা ছিল “কাবুল থেকে ইরান, অস্বীকার করুন একনায়কত্বকে।” বিক্ষোভ বড় আকার নেওয়ার আগেই এই সমাবেশকে ছত্রভঙ্গ করতে সক্রিয় হয় তালিবান বাহিনী। আকাশে গুলিও ছোড়া হয়। তালিবান যোদ্ধারা প্রতিবাদীদের হাত থেকে কেড়ে নেয় পোস্টার-ব্যানারগুলো। বিক্ষোভকারীদের সামনেই সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়।