ভারতে ঘুরতে আসা নাগরিকদের সতর্কবার্তা কানাডার

author-image
Harmeet
New Update
ভারতে ঘুরতে আসা নাগরিকদের সতর্কবার্তা কানাডার

নিজস্ব সংবাদদাতাঃ  কানাডার নাগিরকদের জন্য এক উদ্ভট পর্যটন উপদেশ জারি করল কানাডা সরকার। ভারতে ঘুরতে আসা কানাডার নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে জাস্টিন ট্রু়ডোর সরকার। কানাডার নাগরিকদের পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের গুজরাট, পঞ্জাব ও রাজস্থানের মতো জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। ‘ল্য়ান্ডমাইনের সম্ভাব্য উপস্থিতি এবং অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতি’-র কথা উল্লেখ করে এই নির্দেশিকা জারি করা হয়েছে কানাডা সরকারের তরফে। কানাডা সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ‘পাকিস্তানের সীমানার ১০ কিমির মধ্যে কোনও জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন। ল্য়ান্ডমাইনের সম্ভাব্য উপস্থিতি এবং অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে গুজরাট,পঞ্জাব ও রাজস্থানে যেতে বারণ করা হচ্ছে।’ এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতের সর্বত্র জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাই ভারতের যেখানেই যান না কেন সতর্ক থাকবেন।’