নিজস্ব সংবাদদাতাঃ হ্যারিকেন ইয়ানের দাপটে বিপর্যস্ত ফ্লোরিডার উপকূলবর্তী এলাকা। ঝড়ের দাপটে আবহাওয়াবিদ প্রায় উড়েই যাচ্ছিলেন। হাওয়ার গতিবেগ দেখে ফ্লোরিডা বাসিন্দারা বাড়ির বাইরে বের হচ্ছেন না। এই অবস্থায় ইয়ানের তাণ্ডবে সমুদ্র থেকে স্থলভাগে উঠে এল প্রচুর হাঙর। উত্তাল সমুদ্রে টিকতে না পেরেই জনভূমিতে উঠে এসেছে হাঙড়ের দল। একটি হাঙড়কে রাস্তা দিয়ে যেতে দেখে ভিডিও করলেন প্রত্যক্ষদর্শী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল।