সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল নেত্রীর

author-image
Harmeet
New Update
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল নেত্রীর

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'দলটা না সার্কাস চলছে।' ক্ষুব্ধ প্রাক্তন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি দীপালি সিং।গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পরিবর্তন ঘটিয়েছে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।এবং তা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোস্যাল সাইটে পোস্ট করে জানানো হয়েছে৷ যেখানে ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন ডেবরার দীপালি শিং। সেই দীপালি শিংকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দীর্ঘদিনের ছাত্র নেতা সৌরভ চক্রবর্তীকে। সৌরভ চক্রবর্তী চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড এর কাউন্সিলরও বটে। 







আজ ঘন্টা খানেক আগে দীপালি শিং তার স্যোশাল সাইটে লিখেছেন ঘাটাল সাংগঠনিক জেলার যুবনেত্রীর ডিস্ট্রিক ফ্রন্টাল হেডস পেজে নাম বেরোনোর পরেও ১৫ মিনিট পরেই আবার পরিবর্তন। 'কত টাকার লেনদেন করেছে আইপ্যাক।সেটা আমার কাছে জানা।দলটা না সার্কাস।' আর এই লেখাতে রিতীমতো শোরগোল পড়ে গিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে।প্রকাশ্যে একজন দলীয় নেতৃত্ব এর এই ভাবে লেখাকে দল কতটা মান্যতা দেয় সেটাই দেখার বিষয়। যদিও এ বিষয়ে দিপালী শিং মুখ খুলতে নারাজ।