নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করল আফগানিস্তানের তালিবান সরকার। রাশিয়া থেকে পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ও গম কেনার চুক্তিতে সই করল তালিবান। আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি জানিয়েছেন, তালিবান সরকারকে বিশ্ববাজারের সস্তায় তেল-গ্যাস-গম দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।তালিবানি দখলের পরে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে গোটা আফগানিস্তান। জঙ্গি সরকারের উত্থানে একাধিক নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশটি। বহু দেশ এখনও স্বীকৃতি দেয়নি। তাদের মধ্যে রাশিয়াও রয়েছে। তবে কাবুল দখলের পর তালিবান নেতারা মস্কো সফরে গিয়েছিলেন।
আজিজি জানিয়েছেন, চুক্তি হয়েছে আফগানিস্তানকে প্রতি বছর ১০ লক্ষ টন পেট্রোল, ১০ লক্ষ টন ডিজেল, পাঁচ লক্ষ টন প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এবং ২০ লক্ষ টন গম সরবরাহ করবে রাশিয়া। তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী নিশ্চিত করেছেন বিশ্ব বাজারের তুলনায় কম দামে যাবতীয় সামগ্রী আমদানি করা হবে দেশে। কতদিন এই চুক্তি বহাল থাকবে তা পরে ঠিক করা হবে বলেও জানান তিনি। দু’পক্ষ সন্তুষ্ট হলে তবেই চুক্তি দীর্ঘমেয়াদি করা হবে।