নিজস্ব সংবাদদাতাঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার বলেছেন, হেফাজতে থাকা এক তরুণীর মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের সবাইকে 'ব্যথিত' করেছে। দুই সপ্তাহ আগে আমিনির মৃত্যু ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সৃষ্টি করেছে, বিক্ষোভকারীরা প্রায়শই চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইসলামী ক্লারিকাল প্রতিষ্ঠানের অবসানের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, "এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত। সরকারের লাল লাইন হচ্ছে আমাদের জনগণের নিরাপত্তা। দাঙ্গার মাধ্যমে মানুষকে সমাজের শান্তি বিঘ্নিত করতে দেওয়া যায় না।"