নিজস্ব সংবাদদাতাঃ বিক্ষোভের আগুন বাড়লেও, হিজাবের নিয়ম শিথিল করতে নারাজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন শুরু করেছেন মহিলারা, বুধবার তার তীব্র নিন্দা করেন প্রেসিডেন্ট রইসি। তিনি বলেন, “যারা এই দাঙ্গায় অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। এটাই ইরানের সাধারণ মানুষের দাবি।” ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইসলামিক রিপাবলিকান অব ইরানের সাধারণ মানুষের সুরক্ষা বিপদসীমার কাছে পৌঁছে গিয়েছে। কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া হবে না, অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। শত্রুরা আমাদের দেশের একতাকে নিশানা বানিয়েছে, সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে লড়াই শুরু করতে চাইছে।”