নিজস্ব সংবাদদাতাঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সেনা সমাবেশের ঘোষণার মাত্র সাত দিনে ১ লাখ ৭০ হাজারের বেশি নাগরিক রাশিয়া ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান। ‘মাতৃভূমি রক্ষায়’ গত বুধবার আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তার এই নির্দেশের বাস্তবায়ন সেদিন থেকেই কার্যকর হয়েছে বলে জানা গেছে।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশে সম্মত হতে বলেছি।' সবশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী লন্ডনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন 'আংশিক সংহতি' ঘোষণা করার পর থেকে সাত দিনে প্রচুর লোক রাশিয়া থেকে চলে গেছে।