নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে অনুষ্ঠিত হচ্ছে সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন। এই সম্মেলনে আবারও সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। লখনউয়ের রমাবাই ময়দানে এসপির সম্মেলন হচ্ছে। এই নিয়ে টানা তৃতীয়বার এসপির সভাপতি নির্বাচিত হলেন অখিলেশ যাদব।
ফের সমাজবাদী পার্টির প্রেডিডেন্ট নির্বাচিত হয়ে ভোটারদের উদ্দেশ্যে অখিলেশ বলেন, 'আপনারা আমাকে দলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে আমার প্রতি যে আরও আস্থা রেখেছেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আরও প্রতিষ্ঠান বিপদে পড়েছে। আপনাদের সহযোগিতায় আমরা লড়াই করে একে পরাজিত করব। প্রতিজ্ঞা করুন যে পাঁচ বছর পর আমরা এসপিকে জাতীয় দল করব।'