গেমিং কাণ্ডে গ্রেফতার ৫

author-image
Harmeet
New Update
গেমিং কাণ্ডে গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতাঃ  গেমিং কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রাফতার পাঁচজন। মোট পাঁচ জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় এই পাঁচজনকে। এর মধ্যে গ্রেফতার হওয়া সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতরা হলেন প্রসেনজিৎ সরকার (৩২), রাহুল পাল (৩৭), সমিত মণ্ডল (৩৭), প্রতীর বাজবেই (২৯) ও সোমা নস্কর (২৮)। এই সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বিদেশ থেকে ঢুকত নগদ অর্থ। এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা।



জানা গিয়েছে, সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা টাকা পরবর্তীতে আমির খান সহ বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পাঠানো হত। যে সকল ব্যক্তিরা গ্রেফতার হয়েছেন তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। তবে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে নগদ ৩০ কোটি টাকা। পাশাপাশি আরও জানা গিয়েছে, এই চারজনের পাশাপাশি আমিরের অফিসের ম্যানেজারকেও গ্রেফতার করেছেন গোয়েন্দা আধিকারিকরা।