নিজস্ব প্রতিনিধি-পিয়ংইয়ংয়ের শেষ পরীক্ষার কয়েক দিন পর এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফরের কয়েক দিন আগে বুধবার উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সিউলের সামরিক বাহিনী সুত্রে একথা জানা গিয়েছে।
এ বছর উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার রেকর্ড ভাঙা ব্লিটজের অংশ হিসেবে সিওলের গুপ্তচর সংস্থা পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষা চালানোর কাছাকাছি রয়েছে বলে সতর্ক করার পর এই উৎক্ষেপণ করা হয়।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা 'পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।