নিজস্ব সংবাদদাতাঃ পুজোর গন্ধ এখন আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে। মানুষের মনেও নতুন আশা, নতুন উচ্ছ্বাস। ' মা' আসছেন। এই আশায় মানুষ বুক বাধে। সারা বছরের ক্লান্তি, দুঃখ, হতাশা সব 'মা'-য়ের কাছে জানিয়ে তার থেকে মুক্তির আশায় থাকে মানুষ। এর সাথে অবশ্যই জুড়ে আছে ধনাত্মক উৎসাহ। প্যান্ডেলে প্যান্ডেলে তাই নামে মানুষের ঢল। প্রতি বছরের ন্যায় এ বছরও নিজেদের থিমে চমক রেখেছে লালাবাগান নবাঙ্কুর দুর্গোৎসব কমিটি।
এবারে তাঁদের থিম হল 'উৎসর্গ'। পুরো থিমটি সেজেছে বাঁশ এবং খড় দিয়ে। পুজো কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, আজ তাঁদের পুজোর উদ্বোধন হয়।
অর্থাৎ আজ থেকেই দর্শনার্থীদের জন্য খুলে গেল লালাবাগান নবাঙ্কুরের পুজো মণ্ডপ।