নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, একটি জঙ্গি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, আরও হামলা চালানো হতে পারে। ইরাকি কুর্দিস্থানের এরবিল ও সুলাইমানিয়াতে চালানো এই হামলায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে বলে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজাঞ্চি এক বিবৃতিতে উল্লেখ করেছেন।