খড়গপুর-হাওড়া রেল লাইনে ব্যাপক ধস

author-image
Harmeet
New Update
খড়গপুর-হাওড়া রেল লাইনে ব্যাপক ধস

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সাউথ স্টোন রেলওয়ে খড়গপুর ডিভিশনে খড়গপুর-হাওড়া রেল লাইনে ব্যাপক ধস। অল্পের জন্য রক্ষা পেল একাধিক ট্রেন। খড়্গপুর থেকে হাওড়াগামী রেললাইনের তলা থেকে মাটি ধসে গিয়েছে । এই রেললাইন দিয়েই একাধিক মালগাড়ি যাতায়াত করে বলে জানা গেছে । যদিও সকালের এই ঘটনার জেরে ওই রেললাইনে ট্রেন না থাকায় স্বস্তি পেয়েছে রেল কর্তৃপক্ষ । কিন্তু ওই রেল লাইনের মধ্যে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। রেলের আধিকারিকরা পৌঁছে সেই ঘটনাস্থলে বন্ধ করে দেয়। ওই এলাকার পরপর দুটি ট্র্যাকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অপরদিকে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে।