শিশুদের বিশেষ পাঠ দিলেন সবং থানার ওসি সুব্রত বিশ্বাস

author-image
Harmeet
New Update
শিশুদের বিশেষ পাঠ দিলেন  সবং থানার ওসি সুব্রত বিশ্বাস
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সবং পশ্চিম চক্রের অন্তর্গত আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ে সবং থানার ওসি সুব্রত বিশ্বাস শিশুদের বিশেষ পাঠ দিলেন। পুজোতে কীভাবে ঠিকানা লিখে পকেটে রেখে, বাবা মায়ের হাত ধরে, মাস্ক ও স‍্যানিটাইজার নিয়ে মেলায় যেতে হবে তা উল্লেখ করেন। 




এই বিদ‍্যালয়ের পনেরোজন শিশুর জন্মমাস পালিত হল বিদ‍্যালয় পরিমণ্ডলে। আসর পরিচালনা ও ব‍্যবস্থাপনায় বিদ‍্যালয়ের শিক্ষার্থী পরিষদ ও জন্মমাসের শিশুদের অভিভাবকগণ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম বেরা সহ সহকারী শিক্ষক রাজকুমার, কমল, অরিজিৎ, মানসবাবু-সহ অন্যান্যরা সহযোগিতা করেন। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া কুইল‍্যা, রাধারানী পাল - মৌমিতা গিরি সমগ্র পর্বটি পরিচালনা করে । শঙ্কর , পবিত্র , জাহেদ , সেক কবির , সুভজিৎ , সাথী , মধুশ্রীরা জন্মদিনের টুপি ও রঙিন পোষাকও অনান‍্য সাজে রেঙে ওঠে । নাচ গান আবৃত্তিতে অংশ নেয় কেবল জন্মমাসের শিশুরাই ।


অভিভাবক সনাতন মান্না বলেন, " আমার ছেলের জন‍্য এমন জন্মদিন পালন আমি কখনো ভাবিনি , এমন প্রয়াসে ভীষণ খুশি । " নিতাই পড়‍্যা , গিরিধারী রাউল , সূর্যকান্ত পড়‍্যা , কোহিনুর বিবিরা উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন । 



শিক্ষার্থী পরিষদ বেলুন ও কাশ - শিউলি ফুলে সাজিয়ে তোলে বিদ‍্যালয়কে । জন্মদিনে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সবং থানার ওসি সুব্রত বিশ্বাস , অবর বিদ‍্যালয় পরিদর্ষক সুরজিৎ ভূঞ‍্যা , শিক্ষাবন্ধু সামসুর মীর , সংগীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্ত প্রমুখ । সবাই এই ধরনের প্রয়াসকে সাধুবাদ জানান । কথা দেন এই বিদ‍্যালয়ের পাশে থাকবেন । অতিথিদের সাথে একযোগে কেক কেটে এমন অভিনব জন্মদিন পালনে খুশি বিদ‍্যালয়ের সভাপতি তথা স্থানীয় গ্রাম প্রধান ঊষারাণী দাস গৌড়াও । বিদ‍্যালয়ের পক্ষ থেকে খাতা , লেখনী, রাখী , বিশেষ বেলুন সহ সবাইকে পায়েস-সহ মিষ্টি মুখ করানো হয়।