New Update
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রামঃ রাজ্য জুড়ে একের পর এক টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এবার ফের একবার উদ্ধার হল বিপুল পরিমাণে টাকা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ ও টাকা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রামের টাকা উদ্ধারের পর কার্যত বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য উস্কে দিল। অনেকাই কাকতালীয়! যদিও-বা আগাম খবর পেয়ে অভিযুক্ত ও তার সঙ্গীরা বাড়ি খোলা রেখে পালিয়ে যায়। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের নয়না গ্রামে।
তবে পুলিশ তদন্তের কারণে অভিযুক্তের নাম প্রকাশ করতে রাজি হয়নি। উদ্ধার হওয়া টাকা ও সোনার গয়না কোনও ডাকাতি বা চুরির টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ! মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র থেকে এই টাকা উদ্ধারকে ঘিরে রীতিমত শোরগোল করেছে।
বস্তুত, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়না গ্রামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। কোনও অপ্রতিকর ঘটনার এড়াতে ঘটনার স্থলে হাজির হয় নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ আসার আগাম খবর পেয়ে বাড়ি খোলা রেখে চম্পট দেয় বাড়ির মালিক সহ সঙ্গীরা। গ্রামবাসীদের সহযোগিতায় বাড়িতে ঢুকে উদ্ধার করে নগদ দু’লক্ষ টাকা ও এক লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করে।
নন্দীগ্রাম থানার আইসি সুমন রায় চৌধুরী বলেন, “সাম্প্রতিক কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আছে দাউদপুর এলাকায় একটি ছেলে প্রচুর পরিমাণে টাকা খরচ করছে! পাশাপাশি জমি কেনা বেচাতে টাকা লগ্নি করছে। সেই মতন আমরা নজরদারিতে শুরু করি। প্রাথমিক তদন্তে জানতে পারি কোন অপরাধ করেই সেই টাকা মজুদ করে রেখেছে ওই যুবক সহ সঙ্গীরা। মঙ্গলবার জেলা পুলিশের নির্দেশে গ্রামেত তদন্ত করতে হাজির হয়। পুলিশ আসার আগাম খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামবাসীদের সহযোগিতায় বাড়িতে ঢুকে নগদ দু’লক্ষ টাকা ও সোনার গয়না বাজেয়াপ্ত করি। উদ্ধার হওয়ার সোনার গয়না বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এরপর মামলার রুজু করে তদন্ত শুরু করেছি।”
সাম্প্রতিক কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি সভা থেকে দাবি করেছিলেন যদি কেউ টাকা মজুত করে রাখে নদীতে ফেলে দিন! তাছাড়া যেখানেই রাখবে খুঁজে বের করবো। বিরোধী দলনেতা বক্তব্যের পর সেই নন্দীগ্রাম থেকেই টাকা উদ্ধার করলো পুলিশ। তাহলে কি আগেই কিছু আঁচ পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ? নন্দীগ্রামের টাকা উদ্ধারের পর শুভেন্দু অধিকারীর বক্তব্য এমনটাই উসকে দিল!