নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপে গত এক সপ্তাহে রুশ নাগরিকদের প্রবেশের হার প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এমন তথ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা বলছে, যারা আসছে, তাদের অধিকাংশের কাছেই বৈধ ভিসা রয়েছে। অনেকেই আবার দ্বৈত নাগরিক। ফলে তাদের ইউরোপে ঢুকতে সমস্যা হচ্ছে না। ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি মানুষ ঢুকছে বলে জানিয়েছে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি। সংস্থাটির ধারণা আগামী কয়েক সপ্তাহে সীমান্তে আরও মানুষের ঢল দেখা যেতে পারে।