আয়ারল্যান্ড দূর্গোৎসব কমিটির পুজোর বয়স ৬ বছর

author-image
Harmeet
New Update
আয়ারল্যান্ড দূর্গোৎসব কমিটির পুজোর বয়স ৬ বছর

নিজস্ব সংবাদদাতাঃ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মহা সমারোহে সমানভাবে প্রতিবছর পূজিত হন দেবী দুর্গা। তেমনই বছর বছর ধরে দুর্গা মায়ের আরাধনা করে আসছে আয়ারল্যান্ড দূর্গোৎসব কমিটি (আইডিসি)। আইরিশ রাজধানীতে বাঙালিরা ডাবলিনের কমার্শিয়াল রোয়িং ক্লাবে দুর্গাপূজার জন্য একত্রিত হওয়ার এটি ষষ্ঠ বছর হবে। 







পাঁচ দিন ধরে আয়োজিত এই পূজাটি কলকাতা জুড়ে প্যান্ডেলগুলিতে পালিত প্রায় প্রতিটি আচার অনুসরণ করে, কলা বউ স্নান থেকে শুরু করে সন্ধি পূজা (তবে লিলি সহ) থেকে দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত। কুমারী পুজোর সময়, ডাবলিনের বাঙালিদের মধ্যে উত্সাহ এবং ব্যস্ততার কথা তুলে ধরে প্রতি বছর ছয় থেকে সাত জন কুমারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।