নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সশস্ত্রবাহিনীর সেনা সমাবেশে কৃষকদের নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রুশ কর্মকর্তাদের এক বৈঠকে তিনি একথা বলেছেন। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ২০২৩ সালে খাদ্যশস্য উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। শরৎকাল কৃষকদের ব্যস্ত মৌসুম। এই সময় তারা আগামী বছরের জন্য গম ফলায়। একই সময়ে তারা সয়াবিন ও সূর্যমুখীও চাষ করে। ইতোমধ্যে বৃষ্টির কারণে শীতকালীন গমের উৎপাদন অনেক বিলম্বিত হয়েছে।
পুতিন বলেন, "আমি আঞ্চলিক প্রধান ও কৃষি সংস্থার প্রধানদের প্রতি কিছু বলতে চাই। আংশিক সেনা সমাবেশের অংশ হিসেবে কৃষকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের পরিবারকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য আপনাদের নির্দেশ দিচ্ছি।" বৈঠকে পুতিন আরও বলেছেন, ২০২২ সালে রেকর্ড মাত্রায় ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ডের দিকে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে ১০০ মিলিয়ন টন গম রয়েছে।