নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেওয়ার পর চলতি সপ্তাহে ৯৮ হাজার রুশ নাগরিক কাজাখস্তানে প্রবেশ করেছে। সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে অনেক রুশ নাগরিক স্থল ও বিমানপথে দেশ ছাড়ছেন। গাড়ি, বাইসাইকেল বা পায়ে হেঁটে রাশিয়া ত্যাগকারীদের জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠেছে কাজাখস্তান ও জর্জিয়া। এই দুটি দেশ সাবেক সোভিয়েত রাষ্ট্র। অনেকে ভিসা নিয়ে স্থলপথে ফিনল্যান্ড বা নরওয়ে যাচ্ছেন। দাম বাড়লেও দ্রুত ফুরিয়ে যাচ্ছে বিমানের টিকিট।
কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মারাত আখমেতঝানভ বলেছেন, রাশিয়ায় যারা সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে তাদের দেশে এসেছেন তাদের ফেরত পাঠানো হবে না। অবশ্য যদি মামলার আসামি আন্তর্জাতিক পলাতক তালিকায় নাম থাকে তাহলে ফেরত পাঠানো হবে। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ ‘বর্তমান অসহায় পরিস্থিতির’ কারণে কাজাখস্তানে প্রবেশ করার রুশদের সহযোগিতা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।