লতা মঙ্গেশকর চকে স্থাপিত মা সরস্বতীর বিশাল বীণা হয়ে উঠবে সঙ্গীত সম্প্রীতির প্রতীক: প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
লতা মঙ্গেশকর চকে স্থাপিত মা সরস্বতীর বিশাল বীণা হয়ে উঠবে সঙ্গীত সম্প্রীতির প্রতীক: প্রধানমন্ত্রী

​নিজস্ব সংবাদদাতাঃ আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। আর এই উপলক্ষ্যেই এদিন উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায় লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী উপলক্ষে লতা মঙ্গেশকর চকের উদ্বোধন করেছেন মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

বুধবার কোকিল কন্ঠীর জন্মদিনে প্রধানমন্ত্রী বলেন,'অযোধ্যার লতা মঙ্গেশকর চকে স্থাপিত মা সরস্বতীর বিশাল বীণা হয়ে উঠবে সঙ্গীত সম্প্রীতির প্রতীক। চক কমপ্লেক্সে মার্বেলের ৯২ টি সাদা পদ্ম লতাজির জীবনকাল চিত্রিত করে।'