টালা প্রত্যয়ের অভিনব থিম ‘ঋতি: দ্য মোশন’

author-image
Harmeet
New Update
টালা প্রত্যয়ের অভিনব থিম ‘ঋতি: দ্য মোশন’

​নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছরের ন্যায় এ বছরও চমক দিল টালা প্রত্যয়। উত্তর কলকাতার টালা প্রত্যয় সিদ্ধান্ত নিয়েছে যে তিনজন পুরুষ সহ ২১৫ জন কারিগরের প্রত্যেককে সম্মানিত করা হবে, যারা তাদের পুজোকে সম্ভব করে তুলেছে। 



টালা প্রত্যয়ের এবারের পুজোর থিম হল ‘ঋতি: দ্য মোশন’। শিল্পী সুশান্ত পাল। গত বৃহস্পতিবার এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।