নিজস্ব সংবাদদাতাঃ হারিকেন ইয়ানের আঘাতের পর পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর আমেরিকার দেশ কিউবা। জানা গিয়েছে, সোমবার রাতে কিউবা উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। সূত্রে খবর, বিদ্যুৎ সংকটের ফলে সারা দেশের এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে।