নিজস্ব প্রতিনিধি-এক যুগান্তকারী গণভোটে কিউবানরা সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। প্রায় ৪০ লাখ মানুষ তথা ৬৭ শতাংশ ভোটার এই গণভোটের পক্ষে এবং ৩৩ শতাংশ এর বিপক্ষে ভোট দিয়েছেন।
স্লোভেনিয়ার পর এ বছর দ্বিতীয় দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দিল কিউবা।কিউবার প্রধানমন্ত্রী মিগুয়েল ডিয়াজ-ক্যানেল, যিনি কিউবার নেতৃত্ব দিচ্ছেন, তিনি ইতিমধ্যেই গণভোটের ফলাফল উদযাপন করেছেন এবং মন্তব্য করেছেন যে (Love is now the law)"ভালোবাসাই এখন আইন"।