মাদারিহাটে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ৪

author-image
New Update
মাদারিহাটে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ৪

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের লংকাপাড়ার ত্রাস ঋতুরাজ তামাং ওরফে বোকে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হল ৪ অভিযুক্ত। পূর্বেই পুলিশ দুজনকে গ্রেফতার  করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে  বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয় ধীরাজ ছেত্রী, শুভম থাপা, শ্যাম ছেত্রী ও সঙ্গম থাপাকে। ধীরাজ ছেত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুজনা মঙ্গলের স্বামী। যদিও সুজনার দাবি ধীরাজ খুনের ঘটনায় জড়িত নয়। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ভুটান সীমান্ত ঘেঁষা লংকাপাড়ায় গত ২২ জুলাই খুন হয় ঋতুরাজ তামাং। অভিযুক্ত ৬ জনের মধ্যে ২ জন ধরা পড়লেও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুজনা মঙ্গরের স্বামী ধীরাজ ছেত্রী সহ ৪ জন পলাতক  ছিল। ধৃত ৪ জনকেই গ্রেফতার  করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "পূর্বেও বারবার খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছে ভুটান সীমান্ত ঘেঁষা লংকাপাড়া। একাধিকবার জোড়া খুনের ঘটনা ঘটেছে সেখানে। এর আগে খুনের ঘটনাগুলিতে তোলাবাজির ঘটনা সামনে এলেও বোকে ভাইয়ের খুনের ঘটনায় পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ধীরাজ ও বোকে ভাইয়ের রেষারেষির ঘটনা তদন্তে উঠে এসেছে।"