নিজস্ব সংবাদদাতা : 'আসল' শিবসেনার উপর কমিশনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে উদ্ধব ঠাকরে শিবিরের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি এবং দলের নির্বাচনী প্রতীকের দাবির বিষয়ে নির্বাচন কমিশনের সামনে কার্যধারা স্থগিত চেয়ে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে।
"কোনও স্থগিতাদেশ থাকবে না"বলে বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে। উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের মধ্যে কোন দলটিকে 'আসল' শিবসেনা দল হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এবং কাকে ধনুক ও তীর প্রতীক বরাদ্দ করা হবে তা নির্ধারণ করতে শীর্ষ আদালত নির্বাচনী সংস্থাকে অনুমতি দিয়েছে।