নিজস্ব সংবাদদাতা : শীতকালে বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লি সরকারের ১৫ দফা কর্ম পরিকল্পনা প্রকাশ পেতে চলেছে। এমনই জনালেন পরিবেশ মন্ত্রী গোপাল রাই।
একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, রাই বলেন যে দিল্লি সরকার ৫,০০০ বর্গ মিটারের চেয়ে বড় সমস্ত নির্মাণ এবং ধ্বংসের জায়গায় অ্যান্টি-স্মগ বন্দুক ইনস্টল করা বাধ্যতামূলক করেছে।