নিজস্ব সংবাদদাতাঃ মেডিকেলের পড়ুয়াদের জন্য সুখবর দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ইউজি এবং পিজি মেডিকেল/ডেন্টাল কোর্সের জন্য অল ইন্ডিয়া কোটা স্কিমে ওবিসিদের জন্য ২৭% সংরক্ষণ এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য ১০% সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া টুইট করে বলেন, 'এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫,৫০০ পড়ুয়া উপকৃত হবেন। পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়া এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের পর্যাপ্ত সংরক্ষণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।’