অনলাইন শপিংয়ের যুগে হারিয়েছে দর্জিদের প্রয়োজন

author-image
Harmeet
New Update
অনলাইন শপিংয়ের যুগে হারিয়েছে দর্জিদের প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা: অনলাইন শপিংয়ের জেরে কাজ কমেছে দর্জিদের। পুজোর আগে ব্যস্ততা নেই দর্জিদের তাই মন ভালো নেই তাঁদের৷পুজোর আগে চরম ব্যস্ততা থাকে টেলারদের৷ এসময় তাদের নাওয়া খাওয়ার সময় থাকেনা৷ কিন্তু পুজো দোরগরায় আসলেও তাঁদের ব্যস্ততা একেবারেই হারিয়ে গিয়েছে৷ কাজ নেই৷ আগের মতো কেউ আর সেলাই করা প্যান্ট, শার্ট বানাচ্ছে না৷ অথচ কয়েক বছর আগে পর্যন্ত পুজোর আগের এই সময়টায় দম ফেলার ফুরসত থাকত না দর্জি বা টেলারদের। পুজোর আগে তাদের কাজ বছরের অন্যান্য সময়ের থেকে কয়েক গুণ বেড়ে যেত৷ অর্ডার নিয়ে পোশাক তৈরি করে সময়মতো খদ্দেরদের হাতে তুলে দেওয়া ছিল তাঁদের চাপ।