দিগ্বিজয় মাহালী, খড়গপুর :খড়গপুরের দুর্গাপুজোগুলির মধ্যে প্রতি বছরের অন্যতম আকর্ষণ থাকে উত্তর তালবাগিচা সবুজ সংঘে। ১৯৬৯ সালে শুরু হওয়া এই পুজোর এই বছরে ৫৩ তম বর্ষ। প্রতি বছরের মতই এই বছরেও থাকছে পুজোর থিমের আকর্ষণ। এই বছর হলিউডের বিখ্যাত সিনেমা সিরিজ 'দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া'র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে।বহু বছর আগের কথা, এক সময় উত্তর তালবাগিচায় কোনো দুর্গা পুজো হত না। এমনকি কাছাকাছি অঞ্জলিও দিতে পারতেন না স্থানীয় বাসিন্দারা। সেই ভাবনা থেকেই এলাকাবাসী সার্বজনীন ভাবে এই পুজোর সূচনা করেন। তারপর অর্ধ শতাব্দী অতিক্রান্ত। এই বছরে উত্তর তালবাগিচা সবুজ সংঘের দুর্গাপুজোর ৫৩তম বর্ষ। ২০০৭ সালে পুজোর জন্য স্থায়ী মন্ডপ গড়ে ওঠে আর ২০১১ তে বিশেষত শিশুদের আকর্ষণের কথা মাথায় রেখেই শুরু হয় থিম পুজো। এই বছরেও তাই শিশুদের কল্পনার জগতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। হলিউডের বিখ্যাত ফ্যান্টাসি সিনেমা সিরিজ 'দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া'র কল্পজগৎকে তুলে ধরা হবে থিমের মাধ্যমে। বাজেট প্রায় ২৪ লক্ষ টাকা।
পুজো কমিটির সম্পাদক জানান, "এবারের থিম তৈরি হচ্ছে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, প্লাস্টিকের মূর্তি ব্যবহার করে। থিমে বাচ্চাদের ভাবনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।" তিনি আরও জানিয়েছেন, গত বছর তাঁদের পুজো জেলায় 'বিশ্ব বাংলা সেরার সেরা' পুজো হিসেবে বিবেচিত হয়েছিল।ইতিমধ্যে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। তৃতীয়া-চতুর্থী থেকেই পুজো মন্ডপে দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী তিনি।