Artemis-1: প্রচন্ড ঝড়ের আশঙ্কায় পিছোচ্ছে রকেট উৎক্ষেপণ

author-image
Harmeet
New Update
Artemis-1: প্রচন্ড ঝড়ের আশঙ্কায় পিছোচ্ছে রকেট উৎক্ষেপণ
নিজস্ব সংবাদদাতাঃ চোখ রাঙাচ্ছে হারিকেন ঝড় ইয়ান। কিউবায় ইতিমধ্যে তাণ্ডবের আঁচ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না নাসা। লঞ্চ প্যাড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে Artemis-1 রকেটকে। 


সমগ্র লঞ্চ সিস্টেম সহ মহাকাশযানকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে একাধিকবার ব্যবহ হয়েছে এই রকেট উৎক্ষেপণ। নাসার পক্ষ থেকে বলা হয়েছে, "এই সিদ্ধান্তের ফলে কর্মচারীরা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সময় পাবেন। সেই সঙ্গে রকেট ও মহাকাশযান ব্যবস্থা রক্ষার জন্য সময় পাবেন।"