নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বলছে, এ মাসে খেরসন অঞ্চলে যুদ্ধের সময় আটক হওয়া এক রুশ সেনাকে গত মার্চে কিয়েভের কাছে বুচায় সংঘটিত নৃশংসতার সঙ্গে যুক্ত করা হয়েছে।সোমবার এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, আটক ওই সেনা সদস্য অন্যান্য রুশ সেনাদের সঙ্গে মিলে মার্চের শুরুর দিকে বুচা জেলার জেডভিজিভিভকা গ্রামের কাছে মহাসড়কে একটি মেশিনগান দিয়ে একটি গাড়িকে গুলি করে। বিবৃতিতে বলা হয়, "ঘটনাস্থলেই চালক মারা যান, এরপর ওই দলটি নিহতের লাশ জঙ্গলে পুঁতে দেয়।" নিরাপত্তা পরিষেবা আরও জানিয়েছে যে চালকের মৃতদেহটি বের করে ফরেনসিক পরীক্ষার জন্য জমা দেওয়া হয়েছিল। সে সময় রুশ বাহিনী বুচা দখল করে নিয়েছিল।