নিজস্ব সংবাদদাতাঃ ভরসন্ধ্যায় চাঞ্চল্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল .২২এম এম কার্তুজ। যাত্রীকে আটক করে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কোনও বৈধ কাগজও দেখাতে পারেননি ওই যাত্রী। কী কারণে ব্যাগে ভরে কার্তুজ আনছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। বিমানবন্দর সূত্রে খবর সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ বিষয়টি নজরে পড়ে আধিকারিকদের। ইন্ডিগো ৬ই ৬৬৬৩ বিমানে ওঠার কথা ছিল তাঁর। কলকাতা থেকে গুয়াহাটিগামী ওই বিমান ধরার আগেই ধরা পড়ে যান ওই যাত্রী। অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই যাত্রী যখন তাঁর হ্যান্ড লাগেজ বা হাতের ব্যাগ স্ক্রিনিং করাচ্ছিলেন, সেই সময় ব্যাগের মধ্যে একটি ধাতব বস্তুর উপস্থিতি বুঝতে পারেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে কোনও দুষ্কৃতীর যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।