নিজস্ব সংবাদদাতাঃ ইরানি ড্রোন ব্যবহার করে রুশ হামলা মোকাবিলার উপায় খুঁজছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে এসব ড্রোন ব্যবহার করে বন্দরনগরী ওডেসায় পাঁচ দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া ‘টানা কয়েক দিন ধরে’ ইরানের তৈরি শহিদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করছে। তিনি বলেন, শত্রু তার ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্যালিবারের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার চেষ্টা করছে। কেননা, এই ড্রোনগুলো অনেক সস্তা।
সেরহি ব্রাচুক বলেন, কখনও কখনও জোড়ায় জোড়ায় ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সাউথ কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর হাতে ভূপাতিত হওয়া ড্রোনগুলোর নমুনা পরীক্ষা করা হচ্ছে। এগুলোকে ধ্বংস করে দেওয়ার উপায় খোঁজা হচ্ছে।