জেলেনস্কিও মনে করেন পারমাণবিক হামলা চালাবে রাশিয়া

author-image
Harmeet
New Update
জেলেনস্কিও মনে করেন পারমাণবিক হামলা চালাবে রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মনে করেন, পারমাণবিক হামলা চালাবে রাশিয়া। রবিবার সিবিএস টেলিভিশনের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে নিজের এমন আশঙ্কার কথা জানান তিনি।  ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি একটি বাস্তব ঘটনা হয়ে উঠতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের সাত মাসের মাথায় গত ২১ সেপ্টেম্বর এক টেলিভিশন ভাষণে পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘রাশিয়ার অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে।’ 


পুতিনের এমন বক্তব্য সম্পর্কে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ফলে পুতিনের দাবির কিছু সত্যতা থাকতে পারে। জেলেনস্কি বলেন, ‘সে পুরো দুনিয়াকে ভয় দেখাতে চায়। এগুলো তার পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রথম ধাপ। আমি মনে করি না যে, সে ফাঁকা বুলি ছুড়েছে।’