গার্ডেনরিচে যাত্রীবোঝাই চলন্ত মিনিবাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

author-image
Harmeet
New Update
গার্ডেনরিচে যাত্রীবোঝাই চলন্ত মিনিবাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

নিজস্ব সংবাদদাতাঃ সকালেই তারাতলা ব্রিজে একটি স্কুলবাসে আগুন ধরে গিয়েছিল। দাউ দাউ করে জ্বলেছিল স্কুল বাস। আর রাতে আবারও বাসে আগুন। এবার মিনিবাসে। যাত্রী বোঝাই মিনিবাসে আগুন ধরে যায় সোমবার রাতে। মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মিনিবাসটি। সেই সময় গার্ডেনরিচ থানার কাছে রামনগর মোড়ে মিনিবাসটিতে আগুন লেগে যায়। আতঙ্কে তাড়াহুড়ো করে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে আগুন ধরার কারণে যে ধোঁয়া তৈরি হয়েছিল, তাতে বেশ কয়েকজন শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। এদিকে আগুন লাগার পর পরই দমকলে খবর দেওয়া হয়েছিল। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিনিবাসটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। যেভাবে চলন্ত মিনিবাসে আগুন লেগেছিল, তাতে পুজোর আগে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য আশপাশের মানুষদের সাহায্যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।