রাশিয়ায় রাসায়নিক অস্ত্রের কাঁচামাল রফতানি নিষিদ্ধ করল জাপান

author-image
Harmeet
New Update
রাশিয়ায় রাসায়নিক অস্ত্রের কাঁচামাল রফতানি নিষিদ্ধ করল জাপান

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। সোমবার দেশটির পক্ষ থেকে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র উৎপাদনে জড়িত কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতুসনো বলেন, পারমাণবিক হামলার শিকার হওয়া বিশ্বের একমাত্র দেশ জাপান। আমরা রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার দৃঢ় দাবি জানাচ্ছি। এমন অস্ত্র ব্যবহার করা উচিত না। সোমবার রাশিয়ায় রাসায়নিক অস্ত্র উৎপাদনের কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। রাশিয়ার ২১টি সংস্থা হয়ত এসব কাঁচামাল রাসায়নিক অস্ত্র উৎপাদনে কাজে লাগাতে পারে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান গবেষণাগার।